নিখোঁজ কিশোরের পাঁচ দিনেও সন্ধান মেলেনি ॥ থানায় জিডি
দিলীপ মজুমদার : পিরোজপুরের মঠবাড়িয়ায় আবু বকর সিদ্দিক (১৪) নামে এক কিশোর পাঁচ দিন ধরে রহস্যজনক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আবু বকর উপজেলার আমড়াগাছিয়া গ্রামের দিন মজুর আবুল হোসেনের ছেলে।
এ ঘটনায় নিখোঁজের বাবা আবুল হোসেন শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ওই কিশোরের পিতা আবুল হোসেন জানান, গত ২৩ অক্টোবর-১৭ইং সকালে কাজের কথা বলে বাড়ি থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হয়ে আর বাড়ি ফেরেনি। পরিবারের স্বজনরা বহু খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে অবশেষে সাধারণ ডায়েরী করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ কেএম তারিকুল ইসলাম জানান, কিশোর আবু বকর সিদ্দিককে খুজতে পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।
Comments
আরও পড়ুন





