নাশকতা মামলায় বিএনপি’র ২০ নেতার জামিন নামঞ্জুর ॥ জেল হাজতে প্রেরণ

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া থানা পুলিশের দায়ের করা নাশকতা চেষ্টার মামলায় উচ্চ আদালতে জামিনে থাকা বিএনপির ২০ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিজ্ঞ আদালত।
হাইকোর্টের ৪ সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন শেষে বিএনপি নেতারা সোমবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারিক হাকিম সামসুল হক এর নি¤œ আদালতে হাজিরা দিতে গেলে পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ূন কবীর ও বর্তমান সম্পাদক নাজমুল আহসান কামাল মুন্সী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ফারুক, সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খোকনসহ ২০ নেতাকর্মীকে জেল হাজতে পাঠানোর আদেশ দেয় আদালত।
আদালত সুত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নাশকতা চেষ্টার অভিযোগে থানা পুলিশ মামলা দায়ের করে। পুলিশের এ মামলায় জামিন বাতিল করে জেল হাজতে পাঠানো অন্য আসামীরা হলো ধানীসাফা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজ্জাক হাওলাদার, তুষখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন হাজী, গুলিসাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আকন, দাউদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজান তালুকদার, মঠবাড়িয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজান মোক্তার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির খান, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মনির, ইউনিয়ন যুবদল সভাপতি ছগীর মীর, বিএনপি নেতা হামিম মৃধা, বিশেষ সম্পাদক ফারুক খান, আমড়াগাছিয়া ইউনিয়ন যুবদল নেতা ছরোয়ার হোসেন, তুষখালী ইউনিয়ন বিএনপি নেতা জামাল জমাদ্দার।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন দুলাল বলেন, পাতানো নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের মাঠশূন্য করার জন্য এ মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানী করা হয়। আমি এ মামলা প্রত্যাহারের দাবী জানাই।
Comments
আরও পড়ুন





