নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও যোগাযোগ বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় নারীর ক্ষমতায়নে রাজনৈতিক দলের সকল পর্যায়ে ৩৩% নারীর অংশ গ্রহণের দাবিতে রূপান্তরের আয়োজনে “অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন” প্রকল্পের অধীনে রাজনৈতিক দল ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রোববার (১৫ নভেম্বর) দুপুরে স্টেকহোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আকাশ কুমার কুন্ডু।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পদক আজিজুল হক সেলিম মাতুব্বর, নারী ভাইস-চেয়ারম্যান এ্যাড. নাসরিন জাহান, মুক্তিযোদ্ধা বাচ্চু কমান্ডার (সাবেক), মোস্তফা শাহ আলম দুলাল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ইকতিয়ার হোসেন পান্না, অপরাজিতা প্রকল্পের প্রতিনিধি ঝুমু কর্মকার, রুপান্তরের সমন্বয়কারী কহিনুর বেগম ও নেছারাবাদ উপজেলার সমন্বয়কারী জাহাঙ্গীর ফকির মিঠু প্রমূখ।
এ সময় বক্তারা সকল রাজনৈতিক দলের কাছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এ ৩৩% নারীকে দলীয় ভাবে মনোনয়ন ও রাজনৈতিক দলের কমিটিতে সম্পৃক্ত করার আহ্বান জানান।
উল্লেখ্য এ মতবিনিময় সভায় ইউনিয়ন পর্যায় থেকে ১৫ জন নারী অপরাজিতা অংশগ্রহণ করে।
Comments
আরও পড়ুন





