নারীর রাজনৈতিক ক্ষমতায়নে অভিজ্ঞতা বিনিময় সভা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক ক্ষমতায়নে নারীর অংশগ্রহণ এবং সেবার মান উন্নয়ন বিষয়ক অভিজ্ঞতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের অপরাজিতা নারী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা শহীদ মাখন লাল দাস মিলনায়তনে বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ সভার আয়োজন করেন।
উপজেলা নারী ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল, সমাজসেবা কর্মকর্তা মো. মিরাজ আহম্মেদ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেযারম্যান মাকসুদা আক্তার বেবী, প্রেসকাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহসিন হোসেন, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, ইসরাত জাহান মমতাজ, রূপান্তর পিরোজপুর জেলা প্রজেক্ট অফিসার সাহিদা বানু সনিয়া, মঠবাড়িয়া কর্মকর্তা কোহিনুর বেগম, উপজেলা নারী ফোরামের সাধারণ সম্পাদক রুবী সুলতানা, অপরাজিত নেত্রী শামীমা সুলতানা রোজি, জোহরা বেগম, সাহিদা বেগম প্রমূখ।
Comments
আরও পড়ুন





