নারীর প্রেমের ফাঁদে ফেলে কিলাররা সোবাহানকে হত্যা করে……. তদন্ত কর্মকর্তা

স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর নারী পিপাসু কৃষক সোবাহান প্যাদা হত্যার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। টাকার লেনদেন ও পূর্ব বিরোধের জের ধরে খুন হন কৃষক সোবাহান প্যাদা (৪০)। আর এ হত্যার কাজে কিলাররা টোপ হিসেবে ব্যবহার করে লিপি (২৪) নামের এক নারীকে। হত্যার কয়েকদিন আগে বিভিন্ন নম্বর দিয়ে একাধিক স্ত্রীর স্বামী সোবাহানের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে লিপি। ঘটনার দিন রাতে লিপি সোবাহান প্যাদাকে মোবাইলে ডেকে নেয় ঘটনাস্থল দক্ষিণ কবুতরখালী গ্রামে। রাত দশটায় কিলারদের হাতে তুলে দেয়ার পর সোবাহানের ফোন বন্ধ পাওয়া যায়। হত্যাকারীরার লিপির ফোনটি বন্ধ করার চেষ্টা করলেও লিপি ফোনটি বন্ধ করেনি। এ তথ্য নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আ: হক। মামলার তদন্তকারী কর্মকর্তা আরও জানান, এ মামলার সন্দেহজনক ভাবে আটক লিপি ও হারুনকে ওই হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে। লিপি ও হারুন আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানায়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার সাপলেজা গ্রামের ফারুক হোসেন হাওলাদারের স্ত্রী লিপি আক্তার (২৪) ও দক্ষিণ গুলিসাখালী গ্রামের মৃত আঃ রশিদ হাওলাদারের ছেলে হারুন হাওলাদার (৩৮)।
মামলার তদন্ত কর্মকর্তা আ: হক জানান, এ হত্যাকান্ডে জড়িত প্রকৃত আসামীদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কবুতরখালী গ্রামের কাঞ্চন হাওলাদারের বাড়ির সামনের সড়ক থেকে চার স্ত্রীর স্বামী সোবাহান প্যাদার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
Comments
আরও পড়ুন





