নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালন

স্টাফ রিপোর্টার: “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে সকালে এক র্যালী বের হয়। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ।
উপজেলা নির্বাহী অফিসর ঊর্মী ভৌমিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইউনুস আলী, সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা ডেভেলপমেন্ট ফেসিলিটেটর বিপ্লব ঠাকুর, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, তথ্য সেবা কর্মকর্তা সালমা সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা জন্ম নেয়া কন্যা শিশুর বৈষম্য দূর করণ, স্বাস্থ্য সুরক্ষা, পিতার সম্পত্তির সুষম বন্টন, ধর্মীয় ও মূল্যবোধ শিক্ষা, ইভটিজিং, বাল্য বিয়ে রোধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
Comments
আরও পড়ুন





