নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস-২০১৯। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নারী-পুরুষ সদস্যদের অংশগ্রহণে উপজেলা প্রসাশন ও সমবায় বিভাগ এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক। এসময় আরও বক্তব্য রাখেন- অনুষ্ঠানের বিশেষ অতিথি বিআরডিবির চেয়ারম্যান আরিফ উল-হক, মঠবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম উল-হক, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, পরিবার পরিকল্পনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক রোজী আক্তার, যুবলীগের সভাপতি আবু হানিফ খান, তাঁতীলীগের সভাপতি নাছির উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানটি উপাস্থপনা করেন সাংবাদিক মিজানুর রহমান মিজু।
Comments
আরও পড়ুন





