নতুন আশায় পথ চলার অঙ্গীকার হোক আমাদের সবার : হ্যাপি নিউ ইয়ার-২০২১

স্টাফ রিপোর্টার: ক্যালেন্ডার বদলানোর আর আট-দশটা বছরের মতো নয় ২০২০। শুধু নিকট ভবিষ্যত নয়, প্রজন্ম থেকে প্রজন্মে বারবার গল্প হয়ে ফিরবে বিদায়ী সালটি। এই বছরটিকে বরণ করার সময় কেউ ভাবেনি যে, বছরটি মানব জাতির জন্য এতটা বিষময় হবে। ২০২০ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচিত শব্দ কোভিড-১৯ বা মরণব্যাধী করোনাভাইরাস। পৃথিবীর অর্ধেক জনগোষ্ঠী, প্রায় ৪০০ কোটি মানুষকে মাসের পর মাস ঘরবন্দী থাকতে বাধ্য করেছে এই মহামারী। মৃত্যুবরণ করেছেন প্রায় ১৮ লাখ মানুষ। আরও কত মানুষের জীবন কেড়ে নিয়ে করোনা তার সংহার তান্ডব বন্ধ করবে তা এখনও কেউ বলতে পারছে না।
তবুও ঘরের দেয়ালে আর টেবিলের ডেস্কে সময় এলো ক্যালেন্ডার পাল্টে দেয়ার। একটি বছর যখন চলে যায়, আমরা ফিরে দেখি বড় ঘটনাগুলো। সেখানে আমরা ভাললাগা খুঁজি। নতুন বছর আসার কিছুদিন পরই হয়তো আগের বছরের কথা ভুলতে থাকি আমরা। কিন্তু ২০২০ সাল বিশ্বের প্রতিটি মানুষ মনে রাখবে মহামারী করোনার জন্য। বিদায়ী ২০২০, ২০-এ বিষক্ষয় না হলে রয়ে গেল বিষাদময়। গত একটি বছরে উল্লেখযোগ্য ঘটনাগুলো নিয়ে ভাবতে বসলে শুধুই চোখে ভাসবে হারানোর স্মৃতি।
আজ রাত পেরোলেই আগামীকাল ভোরের পূর্বাকাশে দেখা দেবে নতুন বছরের সূর্য। এসে গেল আরও একটা নতুন বছর। নতুন আশায় বুক বেঁধে নতুন করে পথ চলার ব্রত। কিন্তু অতীতের বীজেই যে ভবিষ্যতের বৃক্ষ-সে তো আর নতুন নয়। তাই পিছনে ফিরতেই হয়। দেখে নিতে হয়। কেমন গেল, কী মিলল, কী হারাল। আগামীতেই বা কী হবে। এই পিছিয়ে দেখাটা পিছনে যাওয়া নয়, আসলে সামনে এগোনোর তাগিদেই।
ক্যালেন্ডারের পাতা উল্টে বিদায় নিচ্ছে ২০২০ সাল। কিন্তু এমন একটি ভয়াল বছর অতীতে তেমন একটা আসেনি বিশ্ববাসীর সামনে। একটি মাত্র ভয়াল প্রাণঘাতী ভাইরাস পৃথিবীর সবকিছুকেই যেন ওলট-পালট করে দিয়েছে। করোনাভাইরাস নামক কোভিড-১৯ মহামারীতে আজও যেন থমকে আছে গোটাবিশ্ব। প্রতিবারের মতো বিদায়ী এ বছরটিতেও অনেক ঘটনা-দুর্ঘটনা, সংঘাত, রাজনৈতিক পালাবদল দেখেছে বিশ্ব, কিন্তু মহামারীর কাছে হারিয়ে গেছে সবকিছু। প্রতিদিন এই ভাইরাসে ঝরে যাচ্ছে বহু মানুষের প্রাণ। তাই নতুন বছরে বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষের একটিমাত্রই চাওয়া- ‘বিশ্ব মুক্ত হোক এই প্রাণঘাতী ভাইরাস থেকে, ভয়হীন প্রাণভরে নিঃশ্বাস নিক বিশ্বের প্রতিটি মানুষ।’
আজ মহাকাল সেভাবেই মুছে দেবে বহুল আলোচিত ২০২০ কে। ‘যেতে নাহি দিব’-এ চিরন্তন বিলাপধ্বনীর ভেতরে আবহমান সূর্য একটি পুরনো দিবসকে আজ কালস্রোতের ঊর্মিমালায় বিলীন করে পশ্চিম দিগন্তে মিলিয়ে যাবে। বর্ষবরণের আবাহন রেখে কুয়াশা মোড়া পান্ডুর সূর্য আজ বিদায় নেবে মহাকালের যাত্রায়। সময় হলো খ্রিস্টীয় ২০২০ সালকে বিদায় বলার। খ্রিস্টীয় নতুন বছর ২০২১ সালকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। স্বপ্ন আর দিনবদলের অপরিমেয় প্রত্যাশার রক্তিম আলোয় উদ্ভাসিত শুভ নববর্ষ ২০২১। ‘হ্যাপি নিউ ইয়ার’- উচ্চারিত হবে বিশ্বের শত কোটি মানুষের কণ্ঠে।
হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে মঠবাড়িয়া সংবাদ পরিবারের পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যয়ীদের জানাই নূতন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আপনাদের সকলের জীবন সুখময় হয়ে উঠুক এ প্রত্যাশা করি।
Comments
আরও পড়ুন





