ধান ক্ষেত হতে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ধান ক্ষেত হতে ষাটোর্ধ অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (১১ জানুয়ারী) বিকেলে উপজেলার মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের দক্ষিণ মিঠাখালী ইট-বালুর আড়তের বিপরীতে মাঠের ধান ক্ষেতের মধ্য থেকে এ লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী কৃষকরা জানান, স্থানীয় কৃষকরা দুপুরে ওই মাঠে ধান কাটতে গেলে গলিত লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাকা দাড়ি, পড়নে সবুজ গেঞ্জিতে লেখা বিজয় দিবস ২০১৭ ঢাকা বিশ^বিদ্যালয় ও পড়নে লুঙ্গি রয়েছে। পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মাসুদুজ্জামান মিলু জানান, ধারণা করা হচ্ছে ষাটোর্ধ ওই অজ্ঞাত ব্যক্তিকে ১২ থেকে ১৫দিন আগে তাকে মেরে ধান ক্ষেতে ফেলে রাখা হয়। লাশের পরিচয়ের সনাক্তের কাজ চলছে। এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, এর আগেও গত কয়েক বছরের ব্যবধানে ওই মাঠে আরও চার ব্যক্তির লাশ পাওয়া যায়।
Comments
আরও পড়ুন





