ধানীসাফায় জনসমুদ্রে নৌকায় ভোট চাইলেন আশরাফুর রহমান

স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নৌকায় ভোট চাইলেন উপজেলা চেয়ারম্যান ও পিরোজপুর জেলা আ’লীগ সদস্য আশরাফুর রহমান। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকারী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা আশরাফুর রহমান শনিবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং ধানীসাফা ইউনিয়নে সাফা হাইস্কুল মাঠে বিশাল জনসভায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট চাইলেন। এসময় দলীয় নেতাকর্মীসহ কয়েক সহা¯্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।
সমাবেশে মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালিন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান বাদশা, উপজেলা আ’লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরীফুল ইসলাম রাজু, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমুখ। সভায় মনোনয়ন প্রত্যাশী আশরাফুর রহমান স্থানীয় সংসদ ডা: রুস্তুম আলী ফরাজীকে দুর্ণীতিবাজ আখ্যা দিয়ে বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কাজ না করে বিল তুলে নিতে আর্থিক সুবিধা নিয়ে ডা: ফরাজী ঠিকাদারদের সহযোগিতা করেছেন। আশরাফুর রহমান ডা: ফরাজীকে চরিত্রহীন আখ্যা দিয়ে আরও বলেন, বার বার দল বদলকারী এই সংসদ ২০০১ সালে শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছেন। এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করার কথা বলে এমপি হওয়ার স্বপ্ন দেখছেন। সে আশা পূরণ হবে না। তিনি স্থানীয় ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে বর্গি ভাড়া করে এমপি বানানোর স্বপ্ন দেখানোরও কড়া সমালোচনা করেন।
Comments
আরও পড়ুন





