দ্বন্দ্বের জের ধরে বিষ প্রয়োগ করে বড় ভাইয়ের ক্ষেতের আমন চারা নষ্টের অভিযোগ
স্টাফ রিপোর্টার: পারিবারিক বিরোধের জের ধরে মঠবাড়িয়ায় এক কৃষকের সদ্য রোপণকৃত আমন ক্ষেতে আগাছা নাশক বিষ প্রয়োগ করে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ক্ষতিগ্রস্থ কৃষক এমাদুল ফকির আপন বড় দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের মৃত. আঃ হাকিম ফকিরের ছোট ছেলে এমাদুল ফকির সৌদি আরবে সড়ক দুর্ঘটনার মামলায় দশ বছর জেল হাজতে থাকে। এ সুযোগে তার আপন দুই বড় ভাই ইসমাইল ও ইয়াকুব ছোট ভাই এমাদুলের পৈত্রিক ও ক্রয়কৃত জমি সুকৌশলে দখলে নিয়ে নেয়। সম্প্রতি এমাদুল সৌদি আরবের জেল থেকে বের হয়ে দেশে ফিরে এসে তার ক্রয়কৃত জমি চলতি মৌসুমে আমন ধানের বীজ রোপণ করে। এতে প্রতিপক্ষ আপন দুই ভাই ইসমাইল ও ইয়াকুব ক্ষুব্ধ হয়ে গত মঙ্গলবার রাতে ওই আমন ক্ষেতে মাত্রাতিরিক্ত আগাছা নাশক বিষ প্রয়োগ করে। এতে প্রায় ৩৩ শতাংশের জমির রোপা আমন ক্ষেতের অধিকাংশ বিনষ্ট হয়ে যায়। এঘটনায় ওই ক্ষতিগ্রস্থ কৃষক বিচার দাবি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম জানান, ভাই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে একে অপরের ক্ষেতের ফসল নষ্ট করেছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments
আরও পড়ুন





