দেবীপুরে ৫ কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইনের উদ্ভোধন করলেন ছাত্রলীগ নেতা বায়জিদ আহমেদ খান

মাহবুবুর রহমান আকাশঃ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলার দেবীপুর গ্রামে ৫ কিলোমিটার বিদ্যুতের নতুন লাইনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ এপ্রিল) দেবীপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম প্রকৌশলী শংকর কুমার কর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি বায়জিদ আহমেদ খান। পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির মঠবাড়িয়া জোনাল অফিসের ডিজিএম মকবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর সদর অফিসের ডিজিএম শেখ মোহাম্মদ আলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বায়জিদ আহমেদ খান বলেন, দেশরত্ন শেখ হাসিনার অঙ্গিকার খুব শীঘ্রই তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌছে যাবে। তারই ধারাবাহিকতায় আজ দেবীপুরবাসীর ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে। এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশের উন্নয়ন এবং আশার বাতিঘর জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা।
সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, দেবীপুরের ৫ কিলোমিটার বিদ্যুৎ লাইনের ২২৭টি নতুন মিটার সংযোগ প্রদান করা হয়।
Comments
আরও পড়ুন





