দূর্যোগ বিষয়ক অবহিত করণ কর্মশালা

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় দূর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী (এসওডি))-২০১৯ দিনব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ কর্মশালা সোমবার (২৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে উপজেলা পরিষদ মিলনায়াতনে অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য আজিমুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরেনারী সার্জণ ডাঃ শ্যামল চন্দ্র দাস, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আরাফাতুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, এস আই পলাশ মন্ডল, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সুমন মিয়া, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।
এ কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্ত, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যম কর্মিসহ ৫৭জন প্রশিক্ষনে অংশ নেয়।
কর্র্মশালায় দূর্যোগে এ উপকূলীয় এলাকার মানুষের নিরাপদে থাকা ও জানমালের হেফাজতে করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
Comments
আরও পড়ুন





