দূর্ণীতিবাজদের বিষদাঁত ভেঙ্গে দিতে দুদক মাঠে কাজ করছে……. দুদক মহাপরিচালক

স্টাফ রিপোর্টার: দূর্ণীতি দমন কমিশনের মহাপরিচালক (তদন্ত-১) মো: মোস্তাফিজুর রহমান বলেছেন- দূর্ণীতিবাজদের বিষদাঁত ভেঙ্গে দিতে দুদক মাঠে কাজ করছে। দূর্ণীতি সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তিনি বলেন, গত ৫ বছরের বাজেটে যে অর্থ বরাদ্ধ দেয়া হয়েছে তার সঠিক ব্যবহার হত তাহলে বাংলাদেশ মালয়েশিয়ার মত একটি উন্নয়নশীল দেশে পরিণত হত। কোরিয়া-ভিয়েতনাম একসময় উন্নয়নে পিছিয়ে ছিল। কিন্তু তাদের সততার কারনে উন্নয়নে বাংলাদেশের চেয়ে অনেকগুণ এগিয়েছে। অথচ আমরা দূর্ণীতির কারণে অনেক পিছিয়ে পড়েছি। বর্তমান সরকার দূর্ণীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্সে কাজ করছে। আমরা সরকারের কোন দপ্তর জনসেবার পরিবর্তে দূর্ণীতির মাধ্যমে অর্থ আদায় বা জন হয়রাণী বরদাস্ত করব না। সরকারের অধিদপ্তরগুলো জনসেবার হাতকে প্রসারিত করতে সকল দূর্ণীতির উর্ধ্বে থেকে কাজ করার জন্য দূর্ণীতি দমন কমিশন মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। মো: মোস্তাফিজুর রহমান দুর্ণীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। সোমবার (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্ণীতি দমন কমিশনের আয়োজন ও উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় এ গণশুনানি বিকেল ৫টা পর্যন্ত চলে।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দুর্ণীতি দমন কমিশনের পরিচালক (বরিশাল অঞ্চল) জুলফিকার আলী, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজ প্রমূখ। এ গণশুনানি অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) অফিস, উপজেলা সেটেলমেন্ট অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লী বিদ্যুৎ, সাব-রেজিষ্ট্রী অফিস, উপজেলা প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের দপ্তরের বিরুদ্ধে প্রায় ১৫টি অভিযোগে গণশুনানী অনুষ্ঠিত হয়। এরমধ্যে বেশ কয়েকটি অভিযোগ দুদক নিজেই তদন্ত করবে। বাকী অভিযোগের সংশ্লিষ্ট দপ্তরকে আগামী ২ মাসের মধ্যে সমাধানের নির্দেশ দেয়া হয়। এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহাম্মেদ, ভাইস-চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, এ্যাড. নাসরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুশিল সমাজের প্রতিনিধিসহ উপজেলা পরিষদের সকল বিভাগের কর্মকর্তা।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন নীতি বহির্ভুত বা অনৈতিক সুবিধা নিয়ে কাজ করাকেই দূর্ণীতি বলে আখ্যা দিয়ে বলেন, আমরা নিজেরা দূর্ণীতি করব না অন্যকেও করতে দেব না। শেষে তিনি ডেঙ্গুর বিস্তার রোধে নিজের বাসা বাড়ী পরিস্কার পরিচ্ছন্ন রাখার উপরও জোর দিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু নির্মুল করা সম্ভব।
Comments
আরও পড়ুন





