দূর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি সভা ও নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা ও জেলা পরিষদের পক্ষ থেকে পূজা মন্ডপে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) বশির আহম্মেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ বেপারী, সাধারণ সম্পাদক পঙ্কজ সাওজাল প্রমূখ।
একই অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদের নির্বাহী রেবেকা খানম উপজেলার ৯২ টি পূজা মন্ডপে নগদ ১ হাজার টাকা করে বিতরণ করা করেন।
Comments
আরও পড়ুন





