দাখিল পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় শিক্ষার মান উন্নয়ন ও আসন্ন দাখিল পরীক্ষা নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস উপজেলার ৪৮টি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও কেন্দ্র সচিবদের নিয়ে এ প্রস্তুতি সভা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন একাডেমিক সুপার ভাইজার রুহুল আমীন, বেগম ফজিলাতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: আবুল কালাম শরীফ, টিকিকাটা সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো: আবু জাফর, সাপলেজা নেছারিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও: মর্তুজা বিল্লাহ, সাপ্তাহিক মঠবাড়িয়া সংবাদের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিজু, টিকিকাটা আঃ ওহাব বালিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: বেলায়েত হোসেন, বান্ধবপাড়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার আধ্যক্ষ আবদুর রহমান, গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুল্লাহ, মোমিনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা অহিদুজ্জামান খান, সুপার আ: রহমান প্রমূখ।
এ সভায় পরীক্ষা নকল মুক্ত করতে পরীক্ষা কেন্দ্রে বহিরাগতদের প্রবেশ না করতে দেয়া ও পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শক এবং পরীক্ষার্থীরা যাতে মোবাইল ফোন ব্যবহার না করতে পারে এ ব্যপারে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, উপজেলার ২ টি পরীক্ষা কেন্দ্রে ৪৮ টি মাদ্রাসার ১হাজার ৩শ’ ৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
Comments
আরও পড়ুন





