দাখিলে শীর্ষে টিকিকাটা নূরীয়া ফাজিল মাদ্রাসা : ১টি গোল্ডেনসহ ৭টি জিপিএ-৫

স্টাফ রিপোর্টার : ২০১৮ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১টি গোল্ডেনসহ ৭টি জিপিএ-৫ ও শতভাগ পাশ করে ফলাফলে শীর্ষে রয়েছে মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী টিকিকাটা নূরীয়া ফাজিল মাদ্রাসা। ২০১৭ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষার ফলাফলেও মাদ্রাসাটি উপজেলার সকল প্রতিষ্ঠানের শীর্ষে। চলতি বছরও ভাল ফলাফল এবং পরাপর ৫ বছর শতভাগ পাশ করায় উৎফুল্ল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো মোঃ নেছার উদ্দিন (গোল্ডেন), সাদিয়া আক্তার, মোঃ ইমরান হোসেন, মোঃ তারেক, মোঃ আরাফাত, মোঃ ইব্রাহীম ও হামিদা আক্তার লিমা। পরীক্ষায় ৪৭ জন পরীক্ষার্থীর সবাই উত্তির্ণ হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে জানান, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যাবসায় এবং পরিচালনা পরিষদ ও অভিভাবকদের তদারকিতে তারা ভাল ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছেন। তিনি আরও বলেন জাতীয় শিক্ষা সপ্তাহে পর পর ৩ বছর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং বিগত ৫ বছর যাবত শতভাগ শিক্ষার্থীরা পাশ করে। এ ধারা অব্যাহত রেখে টিকিকাটা মাদ্রাসাকে একটি আদর্শ মাদ্রাসায় পরিণত করার জন্য সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেন অধ্যক্ষ।
Comments
আরও পড়ুন





