দশ দিনেও খোজ মেলেনি এসএসসি পরীক্ষার্থী বনানীর

নিজস্ব প্রতিবেদক: নিঁখোজ হওয়ার দশ দিন অতিবাহিত হলেও খোঁজ মেলেনি এসএসসি পরীক্ষার্থী (ফল প্রত্যাশী) বনানী (১৭)। এখানে সেখানে খুজেও ওই স্কুল ছাত্রীর সন্ধান না পাওয়ায় পিতা-মাতা বাকরুদ্ধ হয়ে পড়েছে। বনানী মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের পশ্চিম মিঠাখালী গ্রামের দিনমজুর জলধর মজুমদার এর কন্যা ও বড়মাছুয়া ইউনাইটেড হাই ইনষ্টিটিউশনের ছাত্রী।
এ ব্যাপারে পিতা জলধর মজুমদার মেয়ে নিখোঁজের ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ২০ শে মার্চ’১৯ বিকেলে পার্শ্ববর্তী রাজপাড়া গ্রামে তার মামার বাড়ীতে বেড়াতে যায়। পরেরদিন জানতে পারে সে মামা বাড়ীতে যায়নি এবং ওই স্কুল ছাত্রীর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরে ছাত্রীর বাবা-মাসহ স্বজনরা কয়েকদিন ধরে খোজাখুজির পরও সন্ধান পাননি।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমীন পিপিএম ওই ছাত্রীর নিখোঁজের জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।
Comments
আরও পড়ুন





