থানা পুলিশসহ দু’জন করোনায় আক্রান্ত ॥ ৯ জন পুলিশের নমুনা সংগ্রহ
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশসহ দু’জন করোনায় আক্রান্ত। সোমবার (৮ জুন) রাতে বরিশাল ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে থানা পুলিশের এসআই মানিক লালসহ তুষখালীর বাসিন্দা নুরুল হক (৪২) এর শরীরে করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট আসে। এ বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম নিশ্চিত করেছেন। আক্রান্ত ওই দুই ব্যক্তি বাসায় আইসোলেশনে রয়েছেন।
জানাগেছে, সোমবার রাতে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল ল্যাবে পাঠানো বেশ কিছু নমুনার ফলাফল হাতে আসে। এর মধ্যে দুইজনার করোনা (কোভিড-১৯) পজেটিভ আসে। এর মধ্যে উপজেলার তুষখালী ইউনিয়নের একজন জেলেও রয়েছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু ওই পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্তের কথা স্বীকার করে বলেন, থানা পুলিশের ৯জন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান জানান, আক্রান্ত ওই পুলিশ কর্মকর্তার বাসা লগডাউন করা হয়েছে। তিনি আরও জানান, গতকালের দু’জন নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ জন। এর মধ্যে ১২ জন চিকিৎসা নিয়ে (নেগেটিভ রিপোর্ট আসায়) সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকী চারজন বাড়ীতে সুস্থ্য ও দুইজন হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
Comments
আরও পড়ুন





