তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মিরাজুল ইসলামের মায়ের স্মরণে সভা ও দোয়া

স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো: মিরাজুল ইসলামের মাতা সমাজসেবী মরহুমা আলহাজ্বা মমতাজ বেগমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ জুলাই) জোহর বাদ তুষখালী লঞ্চঘাট জামে মসজিদে তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে দোয়া মিলাদে উপস্থিত ছিলেন মরহুমার পুত্র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিরাজুল ইসলাম, ধানীসাফা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার, টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, তুষখালী ইউপির সাবেক চেয়ারম্যান শ.ম নজরুল ইসলাম, সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদ, তুষখালী কলেজের অধ্যক্ষ মো: আনোয়ার হোসেন, সাফা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, সাফা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচএম আকরামুল ইসলাম, তুষখালী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান প্রমুখ।
শেষে মরহুমার স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মিলাদ পরিচালনা করেন তুষখালী আদি জামে মসজিদের ইমাম মাওলানা মো: মনির হোসেন।
দোয়া অনুষ্ঠানে স্কুলের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments
আরও পড়ুন





