তুষখালীতে বেঁদে বহরে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সংক্রমন রোধে কর্মহীন বেঁদে বহরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ মে) সকালে উপজেলার তুষখালী লঞ্চঘাটের কাছে ১০টি বেঁদে পরিবারের মাঝে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস এ উপহার সামগ্রী বিতরণ করেন।
জানাগেছে, গত একমাস আগে মঠবাড়িয়ার তুষখালী লঞ্চঘাটের কাছে ১০টি বেঁদে পরিবার ভাসমান বসতি গড়েন। করোনা সংকটের পর পরিবারগুলো কর্মহীন হয়ে পড়েন। এমনাবস্থায় পরিবারগুলোতে খাদ্য সংকট দেখা দেয়।
উপজেলা প্রশাসন খবর পেয়ে এ বেঁদে পরিবারগুলোতে সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া শিশু খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
Comments
আরও পড়ুন





