তুষখালীতে করোনা উপসর্গ নিয়ে হার্ডওয়ার ব্যবসায়ী নাইমের মৃত্যু

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী কামরুজ্জামান নাইম (৪০) জ¦র, শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ওই ব্যবসায়ী তুষখালী ইউপির শাখারীকাঠী গ্রামের মৃত হোসেন মাষ্টারের পুত্র।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান হাওলাদার জানান- নাইম গত ৬/৭ দিন আগে থেকেই সর্দি জ¦র, শ্বাসকষ্টে ভূগছিলেন। শনিবার (৩ জুলাই) সকালে করোনা উপসর্গের সাথে ডায়াবেটিসের মাত্রা বেড়ে গিয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা নাইমকে অসুস্থ্য অবস্থায় পৌর শহরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করালে দ্রুত বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করেন। শনিবার দুপুরে এ্যাম্বুলেন্সযোগে তুষখালী স্ট্যান্ড সংলগ্ন বাসায় গিয়ে বরিশাল যাওয়ার প্রস্তুতির সময় নিজ বাসায়ই দু’সন্তানের জনক নাইম মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইউপি চেয়ারম্যান আরও জানান, নাইমের স্ত্রীও করোনার উপসর্গ নিয়ে বর্তমানে অসুস্থ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুন্ডু জানান- ওই ইউনিয়ন চেয়ারম্যান মৌখিক ভাবে অবহিত করেছে। অসুস্থ অবস্থায় নমুনা পরীক্ষা না করায় মারা যাওয়া ব্যক্তি করোনায় আক্রান্ত ছিল কি না তা নিশ্চিত করে বলে যাচ্চে না। তার পরেও হাসপাতালের চিকিৎসকদের এ বিষয়ে খোজ খবর নিতে বলা হয়েছে বলে জানান।
Comments
আরও পড়ুন





