তিন মাসের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া থানা পুলিশ তিন মাসের দন্ডপ্রাপ্ত পলাতক আসামী আ: রাজ্জাক বাদল (৩৮) কে অবশেষে শুক্রবার (৬ মার্চ) রাতে স্থানীয় ভগিরথপুর বাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত রাজ্জাককে শনিবার দুপুরে আদালতে সোপর্দ করেছে। রাজ্জাক উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মৃত. রাশেদ আলী মল্লিকের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ২০১৬ সালের একটি পারিবারিক মামালায় ঢাকার জজ আদালতের বিজ্ঞ বিচারক গত-২২ মে-২০১৮ইং তারিখ আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় রাজ্জাককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত এ দন্ড নিয়ে রাজ্জাক এখানে সেখানে পালিয়ে বেড়াচ্ছিল। পলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের ভগিরথপুর বাজার থেকে গ্রেফতার করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজ্জাককে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





