ডিবি পুলিশের হাতে আবারও ইয়াবাসহ গ্রেফতার হল মাদক ব্যবসায়ী নিজাম

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরের নির্দেশে মাদক উদ্ধার অভিযানে বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে পিরোজপুর পৌর শহরের পুরাতন বাসষ্টান্ড থেকে ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নিজামকে আটক করে। এসময় তার কাছ থেকে পুলিশ ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। নিজাম মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত. মোহাম্মদ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, গোপনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নিজামকে আটক করা হয়। ডিবি পুলিশের এস.আই দেলোয়ার জসিম জনান, গ্রেফতারকৃত নিজাম মঠবাড়িয়ার শীর্ষ মাদক ব্যবসায়ী অলির সহযোগী। নিজাম ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থান হতে অলির পাঠানো ইয়াবার চালান গ্রহণ করে অলির পরিবারের সদস্যদের সহযোগিতায় মঠবাড়িয়ার বিভিন্ন স্থানে বিক্রি করত। আটককৃত নিজাম অত্র জেলার তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী।
পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো: মিজানুল হক জানান, এ ঘটনায় ডিবির এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে অলি এবং নিজামসহ চারজনকে আসামী করে পিরোজপুর সদর থানায় বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নিজামকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান যে, নিজামের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় আরও পৃথক দুটি মাদক মামলা রয়েছে।
এলাকাবাসী জানায়, নিজাম সম্প্রতি মাদক মামলায় জামিনে মুক্তি পায়।
Comments
আরও পড়ুন





