ডিবি পুলিশের ওপর হামলা মামলা ॥ ৫ আসামী সিলেট থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)’র ইন্সপেক্টর আসলাম উদ্দিনের ওপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী সোহেলসহ এজাহার নামীয় ৩জন তাদের ২সহযোগীসহ ৫জনকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩এপ্রিল) সকালে বরিশাল র্যাব-৮ ও সিলেট র্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে সিলেট কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ওইদিন বিকেলে থানা পুলিশের কাছে সোপর্দ করে। গ্রেপ্তাকৃতরা হল সাবেক ছাত্রলীগ নেতা ও উপজেলার চিত্রা গ্রামের চান মিয়া মাঝির পুত্র মো. সোহেল ওরফে ফল সোহেল (২৭), শহরের মিরুখালী রোডের বাসিন্দা জয়নাল খানের পুত্র মো. বেলাল হোসেন (২৫), উত্তর মিঠাখালী গ্রামের ফুল মিয়া বেপারীর পুত্র লাবলু (২৪) ও তাদের সহযোগী খেতাছিড়া গ্রামের আব্দুল কাদেরের পুত্র মো. বেলাল হোসেন (২৮) ও উত্তর মিঠাখালী গ্রামের হারুন জমাদ্দারের পুত্র মো. শাহিন মিয়া (২৫)।
জানাগেছে, গত ২৮ মার্চ বিকেলে উপজেলা ও পৌর ছাত্রলীগের ইফতার বিতরণ কর্মসূচিতে দ্বিধাবিভক্ত ছাত্রলীগের নতুন কমিটিতে পদবঞ্চিত একটা গ্রুপ হামলা চালালে পৌর শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসয় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে দায়িত্বরত ডিবি পুলিশ (দক্ষিণ) অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন প্রতিপক্ষের হামলায় আহত হয়। এতে পৌর ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক নাজমুল ইসলাম মুন্নাসহ ৪ নেতাকর্মীও আহত হন। পরে তাদের উদ্ধার করে মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের সাব ইন্সপেক্টর জোতির্ময় বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে।
থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- গেপ্তারকৃতদের সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





