ডিজিটাল ভুমি সেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দিতে ২দিন ব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মুজিব বর্ষ উপলক্ষে ডিজিটাল ভূমি সেবা জনগনের দোড় গোড়ায় পৌঁছে দিতে ও জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ভ্রাম্যমান ভূমি সেবা মেলা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ডিজিটাল ভূমি সেবা প্রদান, ভূমি উন্নয়ন কর (খাজনা) আদায়, সহজীকরণ ও ভূমি বিষয়ে জনসচেতনাতা বৃদ্ধির লক্ষ্যে এ ভূমি সেবা মেলার আয়োজন করা হয়েছে।
বুধবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার তুষখালী বাজার ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু ২ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, কানুনগো শেখ জামশেদ হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা খলিলুর রহমান, সার্ভেয়ার আসাদউল্লাহ, নাজীর সুমন বড়ালসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে ভূমি সেবা মেলা উপজেলার ১১ ইউনিয়নের ভূমি অফিসে স্বল্প সময়ে ভিপি ও চান্দিনা ভিটি নবায়ন, ভূমি উন্নয়ন কর (খাজনা) গ্রহণ, ই-মিউটেশন, ই-কর, ই-নামজারীসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হবে। এ সেবা সফল করতে উপজেলার ১১ ইউনিয়নে ভূমি সেবা ক্যাম্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভূমি অফিসের বিভিন্ন সেবার বিষয়ে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
সেবাগৃহীতাদের মধ্য থেকে বাবুল বেপারী জানান, এখানে এসে দ্রুত সময়ে ভূমি সংক্রান্ত কার্য সম্পাদন করতে পেরেছি এবং মোস্তফা হাং বলেন, দ্রুত কাজ সম্পাদনের পাশাপাশি নতুন অনেক তথ্যাদি পেয়ে উপকৃত হয়েছি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু জানান, মঠবাড়িয়ায় ভুমি অফিসে এ ভুমি সেবা ইতিপূর্বে চালু করা হলেও অন্যান্য ডিজিটাল সেবা সমূহ গতিশীল ও দ্রুত ভুমিসেবা প্রদানই এ মেলার উদ্দেশ্য।
Comments
আরও পড়ুন





