ডা: ফরাজী মহাজোটের প্রার্থী নয় : সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় আশরাফুর রহমান

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া আসনের জাতীয় সংসদ স্বতন্ত্র পদপ্রার্থী উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাংসদ ডা: রুস্তুম আলী ফরাজী মহাজোটের প্রার্থী নয়। এ নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু আসনে প্রার্থীদের উন্মূক্ত রাখা হয়। মঠবাড়িয়া আসনে তেমনই নির্বাচন উন্মুক্ত। ডা: ফরাজী জাতীয় পার্টিার প্রার্থী হিসেবে দাবী করে বলেন, মহাজোটের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী সহ জাতীয় পার্টির যৌথ স্বাক্ষরিত কোন চিঠি আছে কিনা তা খতিয়ে দেখার জন্য সাংবাদিকদের প্রতি তিনি আহ্বান জানান। এ আসনটিতে মহাজোটের অপর শরীক ওয়াকার্স পার্টির মনোনিত একজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন, তাহলে আমরা কাকে মহাজোটের প্রার্থী বলবো। স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জেলা ও উপজেলা আ.লীগের সদস্য উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান (আপেল প্রতীক) মঠবাড়িয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। বুধবার (১২ ডিসেম্বর) রাতে মঠবাড়িয়া প্রেসকাবে তিনি এ মতবিনিময় সভা করেন।
এ সময় তার সাথে ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আরিফ-উল হক, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও মঠবাড়িয়া প্রেসকাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, ছাত্রলীগ নেতা আরিফুর রহমান সিফাতসহ মঠবাড়িয়া প্রেসকাবের সাংবাদিকরা।
সভায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুর রহমান আপেল প্রতীকে মঠবাড়িয়াবাসির কাছে ভোট প্রার্থনা করে বলেন, উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে মঠবাড়িয়ার আপামর জনতার সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতে মঠবড়িয়াকে উন্নত ও সমৃদ্ধ, মাদকমুক্ত গড়ে তোলার লক্ষে জনগণের দোয়া ও সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আপেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছি।
তিনি সংবাদিকদের বলেন, মঠবাড়িয়া আসনটি মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক নৌকার আসন। বারবার একটি কুচক্রি মহলের কারণে নৌকার বিজয় নস্যাত করে নেওয়া হয়েছে। এবারও এ আসনে নৌকার মনোনয়ন একটি মহলের কারণে নিশ্চিত না হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ও উন্নত মঠবাড়িয়া গড়ার লক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।
তিনি মঠবাড়িয়ার আপামর মানুষের দোয়া ও সমর্থন নিয়ে আপেল প্রতীকে ভোট প্রার্থনা ও সকলের সহযোগিতা কামনা করেন। তিনি স্থানীয় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনেরও আহ্বান জানান।
Comments
আরও পড়ুন





