ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ভ্রাম্যমান আদালতের ৩ হাজার ৫শ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: ট্রাফিক সপ্তাহ’১৮ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বৃহস্পতিবার (৯ আগষ্ট) সকালে মঠবাড়িয়া থানা পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন, থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ারের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এদিকে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের থানার সম্মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ ভ্রাম্যমান আদালত বসিয়ে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১৩টি গাড়ির মালিককে ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
Comments
আরও পড়ুন





