ট্রাফিক সপ্তাহে বৈধ কাগজ না থাকায় তিন দিনে ৪০ গাড়ীর বিরুদ্ধে মামলা ॥ ৯ গাড়ি আটক

স্টাফ রিপোর্টার: ট্রাফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষে গত তিন দিনে মঠবাড়িয়ায় ৪০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এছাড়া ৯টি গাড়ি আটক করা হয়েছ।
থানা সূত্রে জানা গেছে, গত সোমবার থেকে অভিযান চালিয়ে গাড়ির রেজিষ্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৩০টি মোটর সাইকেল, ৭টি মাহেন্দ্র, ২টি ট্রাক ও একটি মাইক্রো গাড়িসহ মোট ৪০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঠবাড়িয়া থানার সার্জেন্ট রিয়াজ উদ্দিন জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযানে রেজিষ্ট্রেশন বিহীন গাড়ী ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় এ মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





