টিকিকাটা ইউপি সদস্য ইসমাইলকে হত্যার চেষ্টায় বাইশকুড়া বাজারের ব্যবসায়ীদের মানববন্ধন

স্টাফ রিপোর্ট : মঠবাড়িয়ার টিকিকাটা ইউপি সদস্য ও বাইশকুড়া বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল হোসেন খানকে হত্যার চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে ওই বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। মঠবাড়িয়া-বামনা সড়ক অবরোধ ও স্থানীয় বাইশ কুড়া বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে সোমবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বাজারের দু’ শতাধীক ব্যবসায়ীসহ প্রায় পাঁচ শতাধীক নারী-পুরুষ অংশ নেয়।
পরে স্থানীয় ওয়ার্ড আ’লীগের সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, যুবলীগ নেতা নেছার উদ্দিন, ব্যববসায়ী নাসির উদ্দিন, এনায়েত হোসেন প্রমুখ। বক্তারা এ ঘটনায় পলাতক আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান।
উল্লেখ, গত বৃহস্পতিবার রাতে স্থানীয় বাইশকুড়া বাজারে আধিপত্য বিস্তার ও মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ইউপি সদস্য ইসমাইল খান (৩২) ও দুবাই প্রবাসী মহিবুল্লাহ আকন (৩০) কে এলাকার চিহ্নিত সন্ত্রাসী শামিম মাতুব্বর (২৮), নান্টু মাতুব্বর (৩৭), অলি মাতুব্বর (২৫), আলামিন (২০) সহ ১৬/১৭ জন হত্যার চেষ্টা চালায়। ওই হামলায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহতরা গত ৫দিন ধরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় গত শুক্রবার রাতে আহত ইউপি সদস্য ইসমাইল হোসেনের স্ত্রী রোজি বেগম বাদী হয়ে ১১জন এজাহারনামীয় ও ৫/৭ জন অজ্ঞাত আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করে। থানা পুলিশ মামলা দায়েরের পর ৪জনকে গ্রেফতার করলেও বাকীরা পলাতক রয়েছে।
Comments
আরও পড়ুন





