ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবিতে এক জেলের মরদেহ উদ্ধার ॥ নিখোঁজ দুই জেলে

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার জানখালী গ্রামের ১০ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে সম্প্রতি আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলার ডুবে যায়। এ সময় ৭জন জেলে সাতার কেটে তীরে ওঠলেও বাকী তিনজন নিখোজ থাকে। ঝড়ের কবলে পড়ে নিখোজ হওয়া ইসমাইল হোসেন (২৫) নামে এক জেলের মরদেহ ৩ দিন পরে সাগরে ভাসতে দেখে জেলেরা উদ্ধার করে রোববার (৬ ফেব্রুয়ারী) বিকেলে বাড়িতে নিয়ে আসলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় নিখোঁজ হওয়া অপর দুই জেলের সোমবার পর্যন্ত সন্ধান মেলেনি। নিহত ইসমাইল হোসেন উপজেলার জানখালী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় জেলেরা জানান, প্রায় ১০ দিন আগে স্থানীয় মালিক হারুন অর রশীদের ট্রলারে বঙ্গোপসাগরে ১০ জেলে মাছ ধরতে সাগরে যান। গত শুক্রবার (৪ ফেব্রুয়ারী) রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়লে ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা অন্য সাতজন জেলে সাঁতরে পাড়ে উঠলেও ইসমাইল হোসেন ও অপর দুইজন নিখোঁজ হন। অপর নিখোঁজ দুজন হলেন- উপজেলার ছোট মাছুয়া গ্রামের নূরুল ইসলাম সর্দারের ছেলে আলমগীর হোসেন সর্দার ও একই গ্রামের মৃত হাকিম হোসেনের ছেলে মো. বাচ্চু মিয়া। গত শনিবার রাতে জেলেরা ইসমাইলের মরদেহ সাগরে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে তাকে রোববার বিকেলে বাড়িতে এনে দাফন করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ দুই জনের সন্ধান পাওয়া যায়নি। জেলেরা আশংকা করেছে- নিখোঁজ অপর দুই জেলেরও সলিল সমাধি হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল ঝড়েরর কবলে পড়ে তিনজন জেলে নিখোজের সত্যতা নিশি^ত করে বলেন, একজনের মরদেহ রোববার বিকেলে উদ্ধার করা হয়েছে। বাকী দুইজন জেলে এখনও নিখোঁজ রয়েছে।
Comments
আরও পড়ুন





