জেলের ঝুলন্ত লাশ উদ্ধার : পরিবারের পরপর তিনজনের আত্মহত্যায় এলাকায় চাঞ্চল্য
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় থানা পুলিশ শনিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ খেতাছিড়া গ্রামের বলেশ^র নদ তীরের একটি ছৈলা গাছ থেকে তাইজুল ইসলাম হাওলাদার (১৯) নামে এক জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তাইজুল জেলে পল্লীর জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। এর আগেও নিহত তাইজুলের এক বোন ও এক ভাই আত্মহত্যা করায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, জেলে তাইজুলের সাথে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে তার অভিভাবকদের সাথে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর সে ফেরেনি। শনিবার ভোরে তাইজুলের গলায় ফাঁস লাগানো অবস্থায় ছৈলা গাছে ঝুলতে দেখে ইউপি সদস্য আফজালকে খবর দেন। তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল হতে ওই জেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
সাপলেজা ইউনিয়ন পরিষদের সদস্য আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে ২০১৬ সালে নিহত তাইজুলের বড়বোন হাফিজা (২২) গলায় ফাঁস ও চলতি বছর অক্টোবর মাসে তার বড় ভাই হাফিজুল ইসলাম (২৫) বিষপানে আত্মহত্যা করে। একই পরিবারের তিন সদস্য আত্মহত্যার ঘটনায় এঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, নিহত জেলে পারিবারের সাথে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Comments
আরও পড়ুন





