জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা পরিষদ নির্বাচন-২০২২ সুষ্ঠ ও নিরাপেক্ষ করার লক্ষে সাধারণ ও সংরক্ষিত আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক এর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহীম, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন পলাশ, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, সাংবাদিক মজিবুর রহমান, প্রতিদ্বন্দ্বি প্রার্থী অধ্যক্ষ আজীম-উল-হক, মাকসুদা আক্তার বেবী, রোকেয়া বেগম, হোসাইন মোশারেফ সাকু, ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সি, আলী রেজা রঞ্জু প্রমুখ।
Comments
আরও পড়ুন





