জেলা পরিষদ নির্বাচনে আবারো সদস্য পদে আজিম, সংরক্ষিত আসনে রোকেয়া নির্বাচিত

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় ভোটারদের স্বতস্ফূর্ত উপস্থিতিতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর ৭নং ওয়ার্ড (মঠবাড়িয়া উপজেলা) এর ভোট গ্রহন শেষে হয়েছে। উপজেলার ১১ ইউনিয়নের (পৌরসভা ব্যতিত) ১৪৬ জন জনপ্রতিনিধি ভোটার সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কেন্দ্রে সকল ভোটারগণ ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণায় সাধারণ সদস্য পুরুষ পদে অধ্যক্ষ আজিম-উল-হক হাতি মার্কায় ৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়। জেলা পরিষদের সংরক্ষিত ৩নং (মঠবাড়িয়া-ভান্ডারিয়) আসনে থেকে ফুটবল মার্কা নিয়ে রোকেয়া বেগম নির্বাচিত হয়েছেন। তিনি মঠবাড়িয়া কেন্দ্রে থেকে ৯০টি ও ভান্ডারিয়া থেকে ৭৭টি সহ মোট ১৬৭টি ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হন।
এর আগে সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত চলে। স্থাপিত ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়। মঠবাড়িয়ার ১১টি ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোটার হিসেবে ভোট দেন। এ উপজেলায় মোট ভোটার ছিল ১৪৬টি। এরমধ্যে পুরুষ ১১০জন এবং নারী ভোটার ৩৩জন।
দুপুর আড়াই টার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়। এতে অধ্যক্ষ আজিম উল হক এর হাতি মার্কা পায় ৭৭ ভোট। অপর তিন সাধারণ পুরুষ সদস্য পদে ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সী’র তালা মার্কা ৪৫, আলী রেজা রঞ্জু’র অটোরিক্সা ২৩ ও হোসাইন মোহাম্মদ সাকু’র বৈদ্যুতিক পাখা মাত্র ১ ভোট পায়।
এছাড়া নারী সংরক্ষিত পদে রোকেয়া বেগম এর ফুটবল মার্কা মঠবাড়িয়া থেকে ৯০ ও ভান্ডারিয়া থেকে ৭৭টি সহ মোট ১৬৭ ভোট পায়। শাহনাজ চৌধুরী’র দোয়াত কলম মার্কা মঠবাড়িয়া-৫১ ও ভান্ডারিয়া-৩ ভোট সহ মোট ৫৪ এবং মাকসুদা আক্তার বেবি মঠবাড়িয়া কেন্দ্র থেকে ৫ এবং ভান্ডারিয়া কেন্দ্রের ১১ ভোট সহ মোট ১৬টি ভোট পায়।
এদিকে পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে মঠবাড়িয়া কেন্দ্রে সকাল থেকেই অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম, রিটানিং অফিসার ও মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীসহ গণমাধ্যম কর্মীদের পর্যবেক্ষণের মধ্যে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন সম্পন্ন হয়। এদিকে সাবেক জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজিম উল হক ও মিসেস রোকেয়া বেগম পুনরায় বিজয়ী হওয়ায় সমর্থকরা পৌর শহরে আনন্দ মিছিল করে।
উল্লেখ্য- জেলা পরিষদ নির্বাচন-২০২২ এ স্বতন্ত্র প্রার্থী সাবেক জেলা চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজসহ প্রতিদ্বন্দ্বি সকল চেয়ারম্যান প্রার্থী গত ২৫ সেপ্টেম্বর তাদের মনোনয়ন প্রত্যাহার করলে আ’লীগ মনোনীত সালমা আক্তার হেপী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়।
Comments
আরও পড়ুন





