জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ এর পিতা ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: পিরোজপুর জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: মহিউদ্দিন মহারাজের পিতা এবং ভান্ডারিয়া উপজেলা তেলিখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহাদাৎ হোসেন হাওলাদার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ইন্তেকাল করেন। তিনি চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ আছর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া প্রেসকাবের সভাপতি মিরাজ মিয়ার পিতার মৃত্যুতে পানি সম্পদ মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু এমপি, জেলা আ.লীগের সভাপতি একেএমএ আউয়াল এমপিসহ জেলা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শাহাদাৎ হোসেনের অকাল মৃত্যুতে মঠবাড়িয়া সংবাদ পরিবার গভীর শোকাহত।
Comments
আরও পড়ুন





