জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের অর্থায়নে মঠবাড়িয়ার সাড়ে ৬ হাজার শ্রমজীবী পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস সংক্রমণ রোধে “ঘরে থাকুন-সুস্থ্য থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন” এই শ্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়া উপজেলার সাড়ে ৬ হাজার হাজার কর্মহীন শ্রমজীবী পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য সহায়তা দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
তিনি শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা হিসেবে শ্রমজীবীদের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবন ও সাবান বিতরণ করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পিরোজপুর জেলা পরিষদের সদস্য ও মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: আজিম উল-হক, মো. হেলাল মুন্সী, পৌর আ’লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেনসহ জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Comments
আরও পড়ুন





