জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আশরাফুর, ইউএনও জি.এম সরফরাজ ও ইউপি চেয়ারম্যান ছোবাহান শরীফ নির্বাচিত

দিলীপ মজুমদার: পিরোজপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুর রহমান। এছাড়াও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মঠবাড়িয়ার ইউএনও জি.এম সরফরাজ এবং জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৩নং মিরুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছোবাহান শরীফ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যুৎ খাতে অপচয় রোধ, নবায়নযোগ্য জ্বালানী ও সৌর বিদ্যুৎ ব্যবহারে অবদান রাখার জন্য পিরোজপুর জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগ যৌথভাবে তাদেরকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। এছাড়াও জেলার ৭টি উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানদের সার্বিক কার্যক্রম মূল্যায়ন করে এ শুভেচ্ছা স্মারক প্রদান করেন। গত ১৭ অক্টোবর’১৮ পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিতদের হাতে এ শুভেচ্ছা স্মারক তুলে দেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুর রহমান অভিব্যক্তি প্রকাশ করে বলেন, জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হওয়ার গৌরবের অংশীদার মঠবাড়িয়াবাসীর। শুধুমাত্র শ্রেষ্ঠত্ব অর্জন নয়, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের েেত্র আমাদের উপজেলাকে যুগোপযোগী সর্বেেত্র এগিয়ে নিতে চাই। এজন্য সকলের সহেযোগিতা কামনা করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এ প্রতিপাদ্যকে সফল করতে অবদান রাখা ও বিদ্যুতের বিকল্প সৌর ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করায় এ শুভেচ্ছা স্মারকে নির্বাচিত করা হয়।
Comments
আরও পড়ুন





