জুয়া খেলার অপরাধে চার যুবকের কারাদন্ড ॥ এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়হারজী গ্রামে জুয়া খেলার সময় হাতেনাতে আটকের পর চার জুয়াড়িকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ মে) সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস তাঁর কার্যালয়ের ভ্রাম্যমান আদালতে অপরাধ স্বীকার করায় এ দন্ডের আদেশ দেন।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার বড়হারজী গ্রামের হযরত আলী হাওলাদারের ছেলে জাহাঙ্গীর (৩০), মৃত: ফকের উদ্দিনের ছেলে নাছির খাঁ, মৃত. হযরত আলীর ছেলে ইউনুচ হাওলাদার (৩৮) ও আনোয়ার হোসেন তালুকদারের ছেলে রাসেল তালুকদার (৩০)। আদালতের আদেশের পর দন্ডাদেশ পাওয়া চার জুয়াড়িকে থানা পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
থানা সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে বারোটার দিকে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বড়হারজী গ্রামের কবির হোসেন দফাদারের বাড়িতে অভিযান চালিয়ে ওই চার জুয়াড়িকে আটক করলেও বাকীরা পালিয়ে যায়। এরপর সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাসের কার্যালয়ে হাজির করলে তিনি আদালত বসিয়ে উপস্থিত স্বাক্ষ্য-প্রমাণ ও দোষ স্বীকারের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাত দিনের কারাদন্ডের আদেশ দেন।
Comments
আরও পড়ুন





