জাল টাকাসহ দুই যুবককে আটক করেছে মঠবাড়িয়ায় থানা পুলিশ

স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়ার আমরবুনিয়া দরবার শরিফ এর সামনে থেকে ৩৭ হাজার জাল টাকাসহ দুলাল সরদার (২৬) ও আলআমীন বাদশা (২২) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর সারে ্১১টার সময় উপজেলার আমরবুনিয়া দরবার শরিফের সামনের সড়ক থেকে স্থানীয় জনতার সহযোগীতায় জাল টাকাসহ তাদের দুই জনকে হাতে নাতে আটক করা হয়।
আটক দুলাল সরদার বাঘেরহাট জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের শহিদুল সরদারের ছেলে ও আলআমীন ভোলা জেলার লালমোহন উপজেলার কুমারখালী গ্রামের নুরহোসেন বাদশার ছেলে।
মঠবাড়িয়া থানার উপ-পুলিশ পরির্দশক জাফর আহম্মেদ জানায়, আটক দুলাল ও আলআমীন এর কাছ থেকে ১ হাজার টাকার ৩৭ টি নোট অর্থাৎ ৩৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনর্চাজা (ওসি) মো.গোলাম ছরোয়ার জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Comments
আরও পড়ুন





