জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‘‘মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে মঠবাড়িয়ায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক।
সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, মাছে ফরমালিন বিরোধী অভিযান, মাছ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ, মাছের পোণা অবমুক্ত করণ। সংবাদ সম্মেলনে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারী কমিশনার (ভুমি) রিপন বিশ্বাস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মঠবাড়িয়া প্রেসকাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাংবাদিক আবদুল হালিম দুলাল, মেহেদী হাসান, রফিকুজ্জামান আবির, ইসরাত জাহান মমতাজ প্রমুখ।
Comments
আরও পড়ুন





