জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’ এই প্রতিপাদ্য সামনে রেখে যথাযথ মর্যাদায় পুষ্টি সপ্তাহ-২০১৯ মঙ্গলবার (২৩ এপ্রিল) পালিত হয়। এ উপলক্ষে পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি হাসপাতাল প্রাঙ্গণ হতে বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান, ডাঃ প্রিয়াংকা হালদার, উপ-পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানাউল মোর্সেদ, প্রেসকাব সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মজিবুর রহমান, নাজমূল আহসান কবির প্রমূখ।
Comments
আরও পড়ুন





