জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফেরদৌস ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হক, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, সাংবাদিক মিজানুর রহমান মিজু, পৌর সচিব মো: হারুন অর রশিদ, ইউপি সচিব হেমায়েত উদ্দিন প্রমুখ।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন সচিব, নারী উদ্যোক্তা, দফাদার ও সুধিজন উপস্থিত ছিলেন।
Comments
আরও পড়ুন





