জমি সংক্রান্ত বিরোধের জেরে মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় দু’ কৃষক আহত
স্টাফ রিপোর্টার ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধসহ দু কৃষক আহত হয়েছে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানাযায়-উপজেলার দক্ষিন তাফালবাড়িয়া গ্রামের বৃদ্ধ কৃষক মতিউর রহমানের সাথে একই গোষ্ঠীর কবির হাওলাদারের ফসলি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।এ নিয়ে দু ’পক্ষ আহত হলে কবির ওই কৃষক পরিবারের বিরুদ্ধে থানায় মামলাও দাযের করে।এ বিরোধের সুযোগ নিতে মিমাংসার নামে তৃতীয় পক্ষ একই গোষ্ঠীর সুলতান ও তার ভাই নিজাম মতিইরের ওপর চাপ প্রয়োগ করে।এক পর্যায় গতকাল বৃহস্পতিবার বিকেলে জমির কাগজ পত্র নিয়ে থানায় আসার পথে ওঁথ পেতে থাকা সুলতান ও তার দলবল মতিউর ও তার পুত্র কৃষক সিদ্দিকের ওপর হামলা চালায়। বৃদ্ধ কৃষক মতিউরকে রাস্তায় টানা হেচড়া করে প্রতিপক্ষরা বেদড়ক মারধোর করলে গুরুতর আহত হয়।মঠবাড়িয়া থানার সাব ইন্সপেক্টর আব্দুর রহমান জানান তৃতীয় পক্ষ দ্বারা হামলার ঘটনা ঘটেছে স্বীকার করে বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





