জমি জবর দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গ্রামবাসির মানববন্ধন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ার বেতমোর ইউনিয়নে কথিত স্বাধীনতা বিরোধী রাজাকার আজিজ খা (৭৯) ও তার দোসর ভাতিজা মো. নুরুল ইসলাম খান (৬০) এর বিরুদ্ধে আপন সহোদর ভাইয়ের জমি জবর দখলসহ এলাকার নিরীহ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ওই ইউনিয়নের চরকখালী গ্রামের হক বাজার সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন করেছে স্থানীয়রা। ঘন্টাব্যাপি এ মানববন্ধনে এলাকার কৃষক, দিমজুর, ভ্যান চালকসহ শতাধিক গ্রামবাসী স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করে।
পরে কৃষকের জমি জবর দখল ও একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে এক সমাবেশে বক্তব্য রাখেন- ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত প্রবাসী মো. নুরুল হক খান (প্রতিপক্ষ নুরুল ইসলামের ছোট ভাই) মুক্তিযোদ্ধা শাহজাহান খান, আঃ ছোবাহান হাওলাদার, দৃস্টি প্রতিবন্ধি আঃ খালেক হাওলাদার, মো. জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন এলাকার চিহ্নিত রাজাকার আজিজ খা ও তার দোসর মো. নুরুল ইসলাম এলাকার ৪ একর জমির জবর দখলের চেষ্টার প্রতিবাদ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এলাকার অর্ধশত নীরিহ মানুষদের একের পরে এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে। তারা কোন শালিস ব্যবস্থাও তোয়াক্কা করছে না। জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একাধিক শালিস বৈঠক করে রোয়দাৎ দিলেও মামলাবাজ আজিজ খা ও নূরুল ইসলাম তা মানছে না। এমনকি শালিসদারদের নামেও মিথ্যা মামলা করার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী মো. নুরুল হক খান আরও বলেন, রোয়দাত শেষে জমি ভোগদখলের জন্য গেলে তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে বার বার হামলা চালিয়েছে। কারনে অকারনে একের পরে এক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এছাড়াও আমার প্রতিষ্ঠিত হক বাজার, জামে মসজিদ, আজিজিয়া হাফেজী মাদ্রাসা যাতে বিলীন হয় উভয়ে সে ষড়যন্ত্র করছে।
এব্যাপারে আজিজ খা ও মো. নুরুল ইসলাম খানের কাছে এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করেন।
Comments
আরও পড়ুন





