জমিয়াতুল মোদার্রেছীনের বার্ষিক সাধারণ সভা : আবারও আবু ছালেহ সভাপতি ও বেলায়েত হোসেন সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন মঠবাড়িয়া উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা রোববার (২১ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়াতুল মোদার্রেছীন কার্যালয় প্রাঙ্গনে সমিতির সভাপতি দেবীপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও ছারছীনা দারুস সুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা ড: সৈয়দ শারাফাত আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা ওমর ফারুক, বেগম শেখ ফজিলাতুন্নেছা মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শরীফ, বান্ধবপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান, সাপলেজা নেছারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোর্তেজা বিল্লাহ, হোগলপাতি সিনিয়র ফাজিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ইসমাইল হোসেন, গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাহফুজুল্লাহ, টিকিকাটা নূরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো: সিদ্দিকুর রহমান, গুদিঘাটা সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ এবিএম ইদ্রিস, বেতমোর ফাজিলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো: শাহজালাল, উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাওলানা মো: বেলায়েত হোসেন, নুর আলা নুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: রুহুল আমীন প্রমুখ।
রোববার বিকেলে ২য় অধিবেশনে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পুনরায় মাওলানা আবু ছালেহ সভাপতি ও মাওলানা বেলায়েত হোসেনকে সাধারণ সম্পাদকের কমিটি বহাল রাখা হয়।
Comments
আরও পড়ুন





