জনি হত্যায় আ’লীগ সভাপতিসহ দলীয় নেতাকর্মীদের জড়ানোয় মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় স্বেচ্ছাসেবক লীগ নেতা জনি হত্যা মামলায় আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, ভাইস চেয়ারম্যান প্রার্থী, দু’ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে উপজেলা আ’লীগ প্রতিবাদ সমাবেশ করেছে। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে পৌর শহরে শহীদ মিনার পাদদেশে পৌর আ’লীগ সভাপতি আলতাফ হোসেন আফজালের সভাপতিত্বে দলীয় নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সহ-সভাপতি অধ্যক্ষ মাও: আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি, যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিল আহম্মেদ নওরোজ. নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী মাকসুদা আক্তার বেবী, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম রাজু, সাবেক সভাপতি নজরুল সোহেল, মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিজান ফরাজী প্রমূখ। বক্তারা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জনি হত্যা মামলায় আ’লীগ নেতাকর্মীদের জড়ানোর তীব্র প্রতিবাদ জানান।
উল্লেখ্য- গত ২৩ মার্চ রাতে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় আ‘লীগ প্রার্থী হোসাইন মোশারফ সাকু ও ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোসহ ২০ জন আহত হয়। এ ঘটনার ধরে ২৫ মার্চ সকালে উপজেলার গুলিসাখালী ইউনিয়নে সন্ত্রাসী হামলায় জনি তালুকদার নিহত হয়। এঘটনায় আ’লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিস এবং যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাকিল আহম্মেদ নওরোজসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়। বর্তমানে এ মামলায় দশ জন আসামী উচ্চ আদালতের জামিনে রয়েছেন।
Comments
আরও পড়ুন





