জনগণকে সেবা দিতে পুলিশকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে…..ডাঃ রুস্তম আলী ফরাজী

স্টাফ রিপোর্টার : পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাংসদ ও জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা: রুস্তুম আলী ফরাজী বলেছেন তৃণমূল পর্যায়ে জনগণকে সেবা দিতে পুলিশকে আরও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। পুলিশ জনগণের বন্ধু এ চিন্তা মাথায় রেখে ক্ষতিগ্রস্থ মানুষ যাতে সহজেই সেবা পায় এবং সাধারণ মানুষ যাতে পুলিশের দ্বারা হয়রানীর শিকার না হয় সেজন্য কাজ করতে হবে। বর্তমান সরকার পুলিশকে নানান সুযোগ সুবিধা দিয়েছে। তাই প্রতিটি মানুষের জীবনের নিরাপত্তা দিতে পুলিশের প্রতি সততার সাথে কাজ করার ও রমজান শেষে আসন্ন ঈদে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। ডা: রুস্তম আলী ফরাজী এমপি বুধবার (২৯ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সিদ্দিকুর রহমান বাদশা, নারী ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, প্রেসকাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, প্রধান শিক্ষক রুহুল আমীন, উপজেলা প:প: কর্মকর্তা ডাঃ আলী হাসান, মৎস্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, শাহাদাৎ হোসেন বাবু, স্টেপস সমন্ময়কারী ইসরাত জাহান মমতাজ প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারী দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
Comments
আরও পড়ুন





