ছয় ইউপিতে পাঁচটিতে নৌকা একটিতে বিদ্রোহী প্রার্থী নির্বাচিত

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার (২১ জুন) অনুষ্ঠিত ১১টি ইউনিয়নের মধ্যে ৬ ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ৫টিতে আওয়ামীলীগ ও ১টিতে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
১নম্বর তুষখালী ইউপিতে আ’লীগ নৌকা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, ৩নম্বর মিরুখালী আ’লীগ বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি আবু হানিফ খান, ৭ নম্বর বেতমোর রাজপাড়া আ’লীগ নৌকা প্রার্থী মো. দেলোয়ার হোসেন আকন, ৮নম্বর আমড়াগাছিয়া আ’লীগ নৌকা প্রার্থী শারমিন জাহান, ৯নম্বর সাপলেজা আ’লীগ নৌকা প্রার্থী মো. মিরাজ মিয়া, ১০নম্বর হলতা গুলিসাখালী আ’লীগ নৌকা প্রার্থী রিয়াজুল আলম ঝনো নির্বাচিত হয়েছেন।
Comments
আরও পড়ুন





