চেয়ারম্যান পদে ডামি প্রার্থীর ছড়াছড়ি ॥ চার ইউপিতে ২শ’৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

স্টাফ রিপোর্টার : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চার ইউপিতে মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মোট ২শ’৯৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪১ জন, সাধারণ সদস্য পদে ২শ’ ৪জন এবং সংরক্ষিত আসনে ৫৪ জন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়- উপজেলার ২নং ধানিসাফা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য (মেম্বর) পদে ৪১জন ও সংরক্ষিত সদস্য পদে ১২জন মনোনয়ন পত্র দাখিল করেছে। চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর-রশীদ তালুকদার, জাতীয় পার্টি (এরশাদ মনোনীত) প্রভাষক মোঃ ফারুক হোসেন, মো. ইউসুফ আলী মুন্সী ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্র প্রফেসর রফিকুল ইসলাম, আবু জাফর হাওলাদার, মোঃ আজিজুর রহমান, অবসপ্রাপ্ত শিক্ষক এ.এইচ.এম জামাল উদ্দিন, যুবলীগ নেতা শহীদুল হক ইকবাল মুন্সী, মো. ইউসুফ আলী সরদার, কাঞ্চন আলী শিকদার, মোঃ মামুন, সাইদুল মল্লিক ও শামীম আহসান।
দাউদখালী ইউনিয়নের দাখিলকৃত ৯ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ৬২ ও সংরক্ষিত আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান ফজলুল হক খান রাহাত, সাবেক চেয়ারম্যান আব্দুস শুক্কুর তালুকদার জেপি, জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত সাবেক চেয়ারম্যান মোঃ সেকান্দার আলী খান, স্বতন্ত্র জাহিদুল আলম শামীম, বর্তমান চেয়ারমানের ভাই মোঃ আইয়ুব আলী খান, মোহাম্মদ জাহাঙ্গীর খান, হাসান তৌফিক, এ কে এম মাহমুদুল হাসান (তৌহীদ), মুছা তালুকদার ও ইসলামী আন্দোলন মনোনীত নুরুল ইসলাম মোল্লা।
৬ নং টিকিকাটা ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য পদে ৬৬ ও সংরক্ষিত আসনে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। চেয়ারম্যান প্রার্থীরা হল- আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, ইসলামিক আন্দোলন বাংলাদেশ মনোনীত মহিউদ্দিন আহমেদ লাবু মৃধা, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান জাপা নেতা সুফী জহির উদ্দিন, মোসাঃ সালমা, মোঃ সহিদুল ইসলাম, মো. এনামুর রহমান, মোঃ আব্দুল হালিম।
বড়মাছুয়া ইউনিয়নে ১২ জন চেয়ারম্যান প্রার্থী, সাধারণ সদস্য ৩৫জন ও সংরক্ষিত ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত আয়েশা আক্তার মনি, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা নাসির হোসেন হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. জসিম হাওলাদার, স্বতন্ত্র মোঃ কামরুজ্জামান, মোঃ দুলাল হাওলাদার, আ’লীগ মনোনীত প্রার্থীর ভাই যুবলীগ নেতা মাইনুল ইসলাম, বর্তমান চেয়ারম্যানের ভাই বশির আহমেদ, মোঃ সিদ্দিকুর রহমান, আব্দুল লতিফ হাওলাদার, মোঃ জামাল শিকদার, মোঃ হাবিবুর রহমান ও মোঃ নুরুল আমিন।
Comments
আরও পড়ুন





