চুরি হওয়া মাইকসহ দুই পেশাদার চোর আটক ॥ জনমনে স্বস্তি

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার সাপলেজা ও আমড়াগাছিয়া গ্রাম থেকে সোহাগ (২৫) ও সৌরভ মিস্ত্রী (১৯) নামের ২ পেশাদার মাইক চোরকে স্থানীয় এলাকাবাসীর সহযোগীতায় আটক করে থানায় সোপর্দ করে। এ সময় দুই চোরের দেয়া তথ্যমতে তিনটি মাইক সেট ও ১টি ব্যাটারী উদ্ধার করে। আটক সোহাগ উপজেলার মধ্য সোনাখালী গ্রামের নাছির জমাদ্দারের ছেলে ও সৌরভ দক্ষিণ সোনাখালী গ্রামের সুভাষ মিস্ত্রীর ছেলে।
উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের জানান, সোহাগ ও সৌরভ চিহ্নিত চোর। এরা বিভিন্ন এলাকা থেকে মাইক ও ব্যাটারী চুরি করে আসছে দীর্ঘদিন ধরে। এদের কাছে গত ০৯ অক্টোবর উপজেলার ভীম-নলী বাজারের একটি ডেকরেটর ও মাইক সার্ভিসের দোকানের চুরি হওয়া মাইক সেট ও ব্যাটারী পাওয়া গেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মো. মাসুদুজ্জামান মিলু জানান, আটক দু’জনই পেশাদার চোর। ভীম-নলী বাজারের দোকানের মালিক সাইফুল ইসলাম বাদি হয়ে শুক্রবার রাতে সোহাগ ও সৌরভসহ ৮জনকে নামীয় ও অজ্ঞাত ১৬জনকে আসামী করে একটি চুরি মামলা করে। গ্রেফতারকৃত আসামীদেরকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে দুই পেশাদার চোর আটক হওয়ায় এলাকার জনমনে স্বস্তি ফিরে এসেছে।
Comments
আরও পড়ুন





